রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
খোলাকাগজ স্পেশাল
অচল এনবিআর স্থবির বাণিজ্য
আলতাফ হোসেন
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৯:২৭ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও প্রতিহিংসা-নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সারা দেশের শুল্ক, কর ও ভ্যাট বিভাগের দাফতরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে আমদানি-রফতানি কার্যক্রমে। 

ব্যবসায়ীরা বলছেন, চলমান অচলাবস্থায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ায় বন্দরে পণ্য আটকা পড়ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে। দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। এ পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো দ্রুত সমস্যা সমাধানে সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে। তাদের মতে, রাজস্ব খাতের এ ধরনের অচলাবস্থা দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী সমবেত হন। আইনশৃঙ্খলা বাহিনী এনবিআরের মূল ফটক বন্ধ করে অবস্থান নেয় এবং কাউকে প্রবেশ বা বের হতে দেয়নি। ঢাকার বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমস অফিসের কর্মকর্তারাও এ কর্মসূচিতে অংশ নেন। শনিবার এ কর্মসূচি শুরু হয়েছে এবং রোববারও তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। 

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারীরা এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসা-নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহার, প্রকৃত, টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব খাতের প্রকৃত সংস্কার সম্ভব নয় এবং তিনি ব্যক্তিগত প্রতিহিংসামূলক বদলিসহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ নষ্ট করছেন। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে তাদের কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং তাদের কোনো প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন না। তাই, তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা সংকট সমাধানে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। 

জানা গেছে, ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে শনিবার দেশের বেনাপোল ও চট্টগ্রাম স্থলবন্দরসহ অন্যান্য বন্দরেও আমদানি-রফতানি সংক্রান্ত কাজ বন্ধ ছিল। স্থলবন্দরগুলোয় শুল্কায়ন, খালাস আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশ-ভারতের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। গত বৃহস্পতিবারের আইজিএম ইস্যু করা ছয়টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করার পর আর কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। বেনাপোল কাস্টমস হাউসে গেটে ব্যানার ঝুলিয়ে দিয়ে বাইরের কাউকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। কর্মকর্তাদের টেবিলেও কাউকে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার। এর ফলে আমদানি-রফতানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ ছিল।’ 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ‘কাস্টমসের কলম বিরতি ও শাট ডাউনের কারণে আমদানিকারকরা তাদের আমদানি করা পণ্য সঠিক সময়ে শুল্কায়ন ও খালাস নিতে পারছে না। ফলে গোডাউন ডেমারেজ বেড়ে চলেছে।’

এদিকে শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা বলেন, এনবিআর চেয়ারম্যানের অপসারণকে কোনো মতেই কাম্য না। এতে কোনো সফলতা আসবে না। আজকের চেয়ারম্যানকে অপসারণ করলে ভবিষ্যতে অন্য কোনো সদস্যের অপসারণের দাবি উঠতে পারে, যা সমস্যাকে আরো জটিল করবে। আন্দোলনের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং এ অবস্থায় ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকের (শনিবার) মধ্যে সরকারের তরফ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। তারা মনে করেন, আলোচনা সচল হলে এবং সংকট সমাধান হলে দেশ ও ব্যবসা উভয়ই উপকৃত হবে।

সম্মিলিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। তিনি বলেন, বর্তমান জুন-জুলাই মাসে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাদুকা, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, এগ্রো প্রোসেসিং, প্লাস্টিকসহ সব রফতানিমুখী শিল্পের অধিকাংশ কারখানাতেই আগামী শীত মৌসুমের পণ্য তৈরির জন্য চাপ রয়েছে। এ পিক সিজনে কাস্টমস বন্ড কমিশনারেট ও কাস্টমস হাউসের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলোর অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রফতানি করতে না পারলে বায়াররা ক্রয়াদেশ বাতিল ও ভবিষ্যতে নতুন ক্রয়াদেশ প্রদানে অনাগ্রহী হতে পারে। আন্তর্জাতিক রফতানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। এসব অর্ডার পার্শ্ববর্তী দেশে চলে যাবে, যা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। এ ছাড়া উৎপাদিত পণ্য সঠিক সময়ে না পাঠাতে পারলে প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, জুন মাসেই ব্যবসায়ীদের ওপর বার্ষিক ব্যাংক ঋণের মুনাফা জমা দেওয়ার একটি চাপ থাকে। এ সময়ে এসব বিরোধের কারণে পণ্য রফতানি করতে না পারলে বায়ার কর্তৃক পেমেন্ট রিয়ালাইজেশন হবে না। ফলে ব্যবসায়ীরা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। বর্তমানে দেশের রফতানিকারী শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমতাবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের গৃহীত আন্দোলন বায়ারদের মধ্যে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে। যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তথা অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

ব্যবসায়ী নেতারা সরকারের কাছে পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। দ্রুত আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমদানি-রফতানি সংশ্লিষ্ট সেবা চালু রাখার ব্যবস্থা, রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম পৃথক করার উদ্যোগকে আন্তর্জাতিক উত্তম চর্চা ও জাতীয় বাস্তবতার আলোকে, অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে, আধুনিক ও পরিপূরক কাঠামোতে বাস্তবায়নের পরামর্শ দেন। এ ছাড়া এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা এবং বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সময়াবদ্ধ সংস্কার কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। 

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, প্রতিনিয়ন রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। প্রতিদিন আড়াই হাজার থেকে ২৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অনেক কারখানা বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। ফলে পোশাকশিল্পের শ্রমিকরা বেতন পাবে না। এটার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যাবে। 

ব্যবসায়ী সমাজের ইন্ধন আছে অর্থউপদেষ্টার এমন মন্তব্যে বিষয়ে তিনি বলেন, এটা আমি মনে করি ভুল। আমরা সবাই এখানে বসেছি চলমান পরিস্থিতির সমাধান করার জন্য। যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এ অভিযোগ থাকে তবে নির্দিষ্ট করে বলতে হবে যে কে, কোন প্রতিষ্ঠান বা কারা এর ইন্ধন দিচ্ছে। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রকৃতপক্ষে আমরা এনবিআর ও কাস্টমসের সঙ্গে সম্পর্ক রেখে ব্যবসা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো আমরা তাদের কাছে জিম্মি। আজ যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না। এটা ক্ষমতার কন্ট্রোল নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা-পয়সার বণ্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। তারা সারা জীবন আমাদের জ্বালিয়েছে, এখন সরকার ও পুরা জাতিকে জ্বালাবে। আমরা সবাই সক্রিয় হই। তারাও আমাদের একটু সুনজরে দেখুক। আন্দোলন বন্ধ করুক, এটাই আমরা আশা করি। দেশের ব্যবসা ও দেশের স্বার্থে সমস্যার সমাধান জরুরি।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার আমাদের তথা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। যুদ্ধ ছাড়া কোন দেশের কাস্টমস বন্ধ থাকে; এটা আমাদের জানা নেই।

তিনি বলেন, ব্যবসায়ীরা এনবিআরের সংস্কার চায়। তবে এনবিআরে অনেক সৎ অফিসার আছেন। বর্তমান সংস্কারের ফলে তাদের ভবিষ্যৎ কী হবে সেটি বলার অধিকার তাদের আছে। সে বিষয়টিও সরকারকে বিবেচনায় নিতে হবে। কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায় না- সেটা আমরা বিশ্বাস করি না। বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু এনবিআরের সংস্কার হতে হবে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close