সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াইয়ে পিছিয়ে বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১০:১০ এএম আপডেট: ৩১.০৫.২০২৫ ১০:৪৮ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। অথচ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পিছিয়ে পড়ছে কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী যেমন সংগঠিত, তেমনি তারা নানা কৌশল ও কনটেন্ট দিয়ে আধিপত্য বিস্তার করছে অনলাইন প্ল্যাটফর্মে। 

সেখানে বিএনপি যেন এক রকম ছন্দপতনের শিকার। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অনলাইন পরিসরে রাজনৈতিক বক্তব্য, প্রচার ও প্রোপাগান্ডার পরিধি ব্যাপকভাবে বেড়েছে। এ সময়টাতে দেখা গেছে, আওয়ামী লীগের সংঘবদ্ধ অপপ্রচার কেবল অন্তর্বর্তীকালীন সরকারকেই নয়, বিএনপি, জামায়াতসহ এনসিসি এবং ইসলামী আন্দোলনের মতো অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোকেও প্রবলভাবে লক্ষবস্তু করেছে।

তবে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামায়াতে ইসলামী ও এনসিসি কিছুটা সক্ষমতা দেখালেও, বিএনপির মিডিয়া সেল এবং দলীয় নেতাকর্মীরা ছিল অনেকটা নিষ্ক্রিয়। অনলাইন যুদ্ধক্ষেত্রে দলটি দুর্বল ও ছত্রভঙ্গ। তবে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বশীলরা বলেছেন, নীতিবাচর ইস্যুতে বিএনপি সব সময় গঠনমূলক কাজ করে আসছে। নৈতিবাচক কাজে বিএনপির কোনো সমর্থন নেই।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিএনপির এ পিছিয়ে পড়ার মূল কারণ হলো দলীয় পর্যায়ে কারিগরি সক্ষমতার অভাব এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি। অনেক সিনিয়র নেতা এখনো অনলাইন মিডিয়ার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। ফলে দলীয় প্রচারণায় আধুনিক ভিডিও কনটেন্ট, গ্রাফিক্স, ডেটাভিত্তিক এনালিটিকস বা ট্রেন্ড বিশ্লেষণের মতো উপাদানের ব্যবহার চোখে পড়ার মতো নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, অনলাইন মিডিয়া বর্তমানে জনমত গঠনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এখানে পিছিয়ে পড়া মানে শুধু বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হওয়া নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ হারানো। এ দিক থেকে বিএনপির ঘাটতি বেশ বড়।

বিশেষজ্ঞদের মতে, বিএনপির এখনই একটি দক্ষ ও আধুনিক মিডিয়া সেল গঠন করা উচিত। যেখানে কাজ করবেন অভিজ্ঞ কনটেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। এতে করে দলটি নিজেদের অবস্থান অনলাইনে পুনর্গঠনের সুযোগ পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বিএনপি নেতা বলেন, ‘আসলে মাঠে রাজনীতি  আর ফেসবুক বা ইউটিউবের যুদ্ধটা এক নয়। আমাদের তরুণরা কাজ করছেন।  আমাদের  উচিত প্রযুক্তির দিকে আরো একটু নজর দেওয়া।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দৈনিক খোলা কাগজকে বলেন, নীতিবাচক ইস্যুতে বিএনপির গঠনমূলক কাজ করে যাচ্ছে। কারো চরিত্র হনন কিংবা নেতিবাচক কাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির মিডিয়া সেল ফলো করলে দেখবেন- বিএনপি কোনো প্রোপাগান্ডা সঙ্গে জড়িত নয়। পজিটিভ প্রচার-প্রচারণায় মিডিয়া সেল গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে। এখানে কারো সঙ্গে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close