রোববার, ২৬ অক্টোবর ২০২৫,
১০ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু      ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬      নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়      চরম সংকটে লবণ শিল্প       নির্বাচনের আগে বড় সংঘাতের শঙ্কা      ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন      বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচনের আগে বড় সংঘাতের শঙ্কা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ এএম আপডেট: ২৬.১০.২০২৫ ৮:৩৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন জাতীয় নির্বাচন ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র। বিশেষ করে পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের গণতন্ত্রের উত্তোরণের পথকে রুদ্ধ করতে নির্বাচনের আগে অস্থিতিশীলতা তৈরি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এমনকি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগে দেশে বড় ধরনের সংঘাত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও এর দোসররা। সেই লক্ষ্যে ঝটিকা মিছিলসহ নানা তৎপরতা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। এর বাইরে সারা দেশ থেকে কর্মী-সমর্থকদের ঢাকায় জড়ো করছে। নানা ছদ্মবেশে তারা এখন রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করছে। দলের নির্দেশনা পেলে মাঠে নেমে পড়বে। 

এ অবস্থায়, বিশেষ করে নির্বাচনের আগে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশ্লেষকদের। অন্তত ফ্যাসিবাদ প্রশ্নে যে জাতীয় ঐক্য, তা যেন অটুট থাকে। 

এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলেও মনে করেন তিনি। মাহফুজ আলম বলেছেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে।’

গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি : সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন মাহফুজ আলম। 

মাহফুজ বলেন, ‘আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে।’ 

সূত্র বলছে, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতবিরোধ তৈরি হয়েছে। এ ছাড়া পিআরসহ কয়েখটি ইস্যুতে বিএনপি ও এর সমমনাদের সঙ্গে জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর মতপার্থক্য রয়েছে। এদিকে সম্প্রতি এনসিপির সঙ্গে জামায়াতের কিছু বিষয়ে বিরোধ তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি বর্তমান এ রাজনৈতিক বিরোধকে কাজে লাগাতে চেষ্টা চালাচ্ছে। দলগুলোর রাজনৈতিক মতপার্থক্যকে বিরোধে রূপ দিয়ে সংঘাত তৈরিতে উসকানি দিচ্ছে। 

এ ছাড়া প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা সক্রিয় হতে শুরু করেছে। প্রশাসনকে অস্থিতিশীল করতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা। 

সূত্র আরো জানায়, দেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তারা। তারা ধর্মীয় উত্তেজনা তৈরি করতে চাচ্ছে। বিশেষ করে দেশে সম্প্রতি কয়েকটি ঘটনা সেই ধারণাকে আরো স্পষ্ট করেছে। 

সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বিরোধী শিবিরে অনৈক্য দেখা দিলে ‘ফ্যাসিস্ট’ শক্তি তাদের জায়গা পাকা করবে। তিনি অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে তার আমলাদের দিয়ে তার নেতৃত্বে দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। আমান জোর দিয়ে বলেন, ফ্যাসিস্টদের রুখতে এবং এ ষড়যন্ত্র প্রতিহত করতে বর্তমানে সবার ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বিএনপির এই নেতা আরো বলেন, ‘যারা নির্বাচন রুখতে চায়, তাদের জনগণই রুখে দেবে।’ 

এদিকে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নায় বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বচানের আগে এ ধরনের অরাজক পরিস্থিতি তৈরি সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। যাতে নির্বাচনি পরিবেশ নষ্ট হয়। 

এ ধরনের পরিকল্পিত ধারাবাহিক অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ‘দেশে একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে। ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে পরিকল্পিত নাশকতার গন্ধ রয়েছে।’ তিনি আরো বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। পরপর আগুন লাগার এ ঘটনাগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখা দরকার।’ 
 
কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ষড়যন্ত্র  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে 'অন্ধের তদন্ত যাত্রা' নামক প্রতীকী লাশ মিছিল
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গেঞ্জি পাচারের সময় পাচারকারী আটক
নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সর্বাধিক পঠিত

বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের
শ্রীমঙ্গলে অপহৃত কিশোরী সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার দুই
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন
বিএনপিকে ‘চাঁদাবাজ’ তকমা কেন দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে?
কেশবপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলা
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close