‘বিশুদ্ধ পানি-সুস্থ জীবন, সচেতন পুলিশের অঙ্গীকার’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলা থানা পুলিশের উদ্যোগে স্থাপিত হলো আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
শনিবার (২৫ অক্টোবর) সকালে প্লান্টটির উদ্বোধন করেন সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান ও বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
মোহাম্মদ মনিরুজ্জামানের সহযোগিতায় নির্মিত এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থানার পুলিশ সদস্যদের বিশুদ্ধ ও নিরাপদ পানি নিশ্চিত করবে। এর ফলে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো বলে জানান উপস্থিত কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “পুলিশ সদস্যরা দিনরাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল একটি মৌলিক প্রয়োজন। তাই, মোংলা থানায় এই উদ্যোগ নিতে পেরে আমি গর্বিত। এটি মানবিকতার প্রতিফলন এবং সমাজকল্যাণমূলক দায়িত্ববোধের অংশ।”
বিশেষ অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, “এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন পুলিশের কল্যাণে একটি প্রশংসনীয় পদক্ষেপ। সহকারী অ্যাটর্নি জেনারেল মহোদয়ের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। বিশুদ্ধ পানি শুধু শরীরের জন্য নয়, দায়িত্বশীল মন গঠনেরও অন্যতম উপাদান।”
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিফাতুল ইসলাম, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিরা প্লান্টটি পরিদর্শন করেন এবং এর আধুনিক যন্ত্রপাতি ও পানি শোধন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
কেকে/ এমএ