শ্রীপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণধোলাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ পিএম

ছবি: প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শিশু বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। তাকে মাওনা চৌরাস্তা জেলা পুলিশ বক্সে আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয়রা। পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটক মাদরাসা শিক্ষক মো. মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া থানার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দারুণ হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।
মাদ্রাসার নুরানীতে অধ্যয়নরত ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারে অভিযোগ আনে ওই শিশুর পরিবার।
শিশুর বাবা জানান, তার ১২ বছর বয়সী শিশু মাদরাসার আবাসিকে থেকে নুরানী বিভাগে পড়াশোনা করছেন। শুক্রবার কোন একসময় মাদরাসার ভেতরে শিশুটিকে বলাৎকার করেন ওই শিক্ষক। বিকালে শিশুর দাদা মাদরাসায় গেলে ছুটি নিয়ে বাড়ি যায়। পরে বিষয়টি দাদা ও বাবাকে জানালে তারা মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে গণধোলাই দেন। পরে সন্ধ্যায় তারা শিক্ষককে মাদ্রাসায় মাওনা চৌরাস্তার পুলিশ বক্সে নিয়ে যান।
সেখানে গেলে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রাত নয়টার দিকে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে প্রথমে শ্রীপুর থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। প্রায় ঘন্টা খানেক উত্তেজনা চলার পর পুলিশ বক্স থেকে মাদরাসা শিক্ষককে উদ্ধার করে থানায় যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘মাদরাসা শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
কেকে/ এমএ