শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন      
দেশজুড়ে
এক অমর ভালোবাসার গল্প
স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর
আব্দুর রউফ পাভেল, নওগাঁ
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জলিলুর রহমান জলিল এবং তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম

অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জলিলুর রহমান জলিল এবং তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম

ভালোবাসার গল্প কখনও শেষ হয় না—মৃত্যুতেও নয়। এমনই এক হৃদয়বিদারক, অথচ অনন্য এক ভালোবাসার ঘটনার জন্ম দিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রাম। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর মৃত্যুবরণ করেছেন তার স্বামী। জীবনের মতো মৃত্যুতেও তারা একসঙ্গে রয়ে গেলেন।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাদিবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জলিলুর রহমান জলিল (৭৫) এবং তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। পরস্পর ছাড়া একদিনও থাকতে পারতেন না তারা। জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না—সবকিছুই ভাগাভাগি করে কাটিয়েছেন দু’জনে।

কিন্তু হঠাৎ করেই সেই অটুট সম্পর্ক ছিন্ন হয়ে যায় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যু সংবাদ শোনামাত্র ভেঙে পড়েন জলিল মাস্টার। বিকেল থেকেই তার শরীর খারাপ হতে থাকে। রাতে গুরুতর অবস্থায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে (শনিবার) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো কাদিবাড়ী গ্রামজুড়ে নেমে আসে গভীর শোক। সকাল থেকে অসংখ্য মানুষ ছুটে যান তাদের বাড়িতে। কেউ চোখের পানি মুছতে পারেননি। দুইটি কফিন পাশাপাশি রাখা দেখে অনেকেই বলেন, “জীবনে একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও একসঙ্গে গেলেন।”

ছোট ছেলে রাকিবুল হাসান রকি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা-বাবা ছিলেন আমাদের পৃথিবী। মা মারা যাওয়ার পর বাবার চোখে একফোঁটা ঘুম ছিল না। তিনি শুধু বলছিলেন, ‘তোমার মাকে ছাড়া আমি বাঁচব না।’ ঠিক তাই হলো।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ওদের ভালোবাসা ছিল সত্যিকার ও নিঃস্বার্থ। একে অপর ছাড়া তারা কিছুই ভাবতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর আরেকজনের পক্ষে থাকা সম্ভব হয়নি।”

শনিবার সকালে গ্রামের কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়। এখন তাদের দুই কবর যেন নীরবে সাক্ষী হয়ে আছে এক অমর ভালোবাসার। মৃত্যু যেন কেবল তাদের হাত ধরে অন্য এক জগতে নিয়ে গেছে—যেখানে বিচ্ছেদ নেই, কেবল চিরন্তন একসাথে থাকা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  অমর ভালোবাসার গল্প   স্ত্রীর মৃত্যু   স্বামীর মৃত্যু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ গঠন
বিএনপিকে ‘চাঁদাবাজ’ তকমা কেন দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে?
শেষ হলো হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
মানবপাচার রোধে নিতে হবে কার্যকর পদক্ষেপ
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

সর্বাধিক পঠিত

আলতাফুরের কাছে জিম্মি আশিদ্রোন ইউনিয়নের চার গ্রামের মানুষ
রাজশাহীতে মারাত্মক বায়ু দূষণ, পি.এম ২.৫ মানের চেয়ে অনেক বেশি
১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম বর্ষে পদার্পণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close