নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ও ফোর্ব ফোরাম নওগাঁ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রজেক্ট ডিরেক্টর ড. চার্লস রিড।
বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম এডভাইসর রুহিনাজ, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী মো.আসির উদ্দীন, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা ফোরামের সভাপতি মো.মোফাজ্জল হোসেন, ফোর্ব ফোরাম নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. সাজেদুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি মরিয়ম বেগম শেফা।
কেকে/এমএ