যশোরের কেশবপুরে ছাত্রদলের সভাপতি আজিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরও চারজন কর্মী আহত হন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কেশবপুর শহরে ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটিক গ্রামে অনুষ্ঠিত ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি আজিজুর রহমান। ফাইনাল খেলায় কেশবপুরের বুড়ুলি হাডুডু একাদশ দুই শূন্য গোলে চুকনগর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করে কেশবপুর শহরে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ছাত্রদল আহ্বায়ক আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
কেকে/ আরআই