রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার এবং ছিনতাইকৃত মিনি পিকাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী বাজার এলাকা তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর সাটুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পাংশা মডেল থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত তিনটা ৭ মিনিটের পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়াগামী আঞ্চলিক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল ডাকাত মুরগিবাহী একটি নীল রঙের মিনি পিকাপ আটকায়। ডাকাতরা গাড়ির চালক, হেলপার ও লাইনম্যানকে মাদক থাকার অভিযোগে গাড়ি থেকে নামিয়ে খুন ও জখমের হুমকি দিয়ে তাদের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর ৮৯০টি মুরগিসহ পিকাপটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের কুষ্টিয়া সদর থানার স্বস্তিপুর এলাকায় পল্লী বিদ্যুতের গেটের সামনে ফেলে রেখে যায়। এ সময় তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন ও ২টি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ‘এ ঘটনায় পিকাপ মালিক বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন মামলা দায়েরের পর পুলিশ দ্রুত তদন্তে নামে। পুলিশের টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী বাজার এলাকা থেকে মো. জুয়েল ওরফে সানিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মো. লিমন মিয়াকেও গ্রেফতার করে।’
পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, বরিশালের কোতোয়ালী থানার রুপাতলী এলাকা থেকে লুণ্ঠিত নীল রঙের মিনি পিকাপটি রাত ৯টা ১০ মিনিটের দিকে উদ্ধার করে পুলিশ।
জুয়েল ওরফে সানির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী ও মানিকগঞ্জের সাটুরিয়া থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মারামারি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে লিমন মিয়ার বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা ও কোতোয়ালী থানায় ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ভাঙ্গা থানায় ডাকাতি ও বিস্ফোরণ আইনে মামলা রয়েছে।
কেকে/এমএ