সংযুক্ত আরব আমিরাতে ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন “দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ, ইউএই”।
শুক্রবার (২৪ অক্টোবর) আমিরাতের আজমান প্রদেশের আল নুয়াইমা এলাকায় দুই পর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোহাম্মদ নাসিরুল হক, সিনিয়র সহসভাপতি হাবিজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান মিয়া এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক নির্বাচিত হন।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসিরুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন সিলেট বিভাগের সিনিয়র নেতা আব্দুল মালেক মল্লিক।
এসময় সংগঠনের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি হাবিজ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান মিয়া এবং অর্থ সম্পাদক আজিজুল হক।
প্রবাসীরা জানান, আমিরাতে রয়েছেন কয়েক হাজার দিরাই উপজেলার প্রবাসী কিন্তু তাদের কথা বলার জন্য নেই কোন সামাজিক সংগঠন। প্রবাসে অনেকেই এসে কাজ না পাওয়ায় আর্থিকভাবে সমস্যায় ভোগেন। অন্যদিকে দিরাই উপজেলার কেউ প্রবাসে মারা গেলে চাঁদা তুলে লাশ দেশে পাঠাতে হয়। অনেক সময় টাকার অভাবে লাশ পড়ে থাকে হিমঘরে। আমিরাত থেকে দেশে লাশ দিরাই উপজেলায় পৌঁছাতে গুনতে হয় ৩ থেকে ৪ লাখ টাকা। এসব সমস্যায় পাশে দাঁড়াতেই দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের গঠন করা হয়েছে।
দিরাই উপজেলার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাব খান, হাবিবুর রহমান, মাওলানা ওলিদ আহমদ, ফজলু মিয়া, জিলাল খান, নূর আহমেদ, রবিউল হাসান, জাবের মিয়া, মোহাম্মদ জামাল, মোহাম্মদ নাহিদ, লেচু মিয়া, সালমান মিয়া, মুকিত মিয়া, ফখর উদ্দিন, রাসিদুল হক, আবু ফয়েজ, রাজা মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।
কেকে/ আরআই