বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওমানের প্রবাসীরা পালন করেছেন বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান ও আধুনিক ক্লাবের রূপকার সিরাজুল হক সিআইপির জন্মদিন। ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে দিবসটি স্মরণীয় করে রাখেন ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সোশ্যাল ক্লাব কর্তৃক অনুমোদিত বিভিন্ন উইংসের কর্মকর্তারা।
গতকাল ক্লাবের মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে আগামী ৭ নভেম্বর ক্লাবের উদ্যোগে প্রবাসীদের ১২টি দলের অংশগ্রহণে ‘ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আসন্ন অনুষ্ঠান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী উইংয়ের সাধারণ সম্পাদক সিআইপি আবু ইউছুফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি সিআইপি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উর হাসান চৌধুরী।
এসময় ক্লাবের সহসভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম এন আমিনসহ বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চট্টগ্রাম, মহিলা, বৃহত্তর ঢাকা, উত্তরবঙ্গ, ইঞ্জিনিয়ার এবং প্রস্তাবিত বৃহত্তর সিলেট উইংসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিরাজুল হক সিআইপি বলেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নানা রুপ বৈচিত্র্যের সাথে নানা সংস্কৃতির ভরপুর। প্রবাসের মাটিতে আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে ক্লাবের উইংসগুলির অনুমোদন দেয়া হয়। যার মাধ্যমে বিদেশ বিভুঁইয়ে নিজেদের মাঝে সংস্কৃতির আদান প্রদান ও পারষ্পরিক ভ্রাতৃত্বের বন্ধন রচনা হয়। তিনি বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশধারী হওয়া ও ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে আহ্বান করেন।
প্রধান আলোচক গাল্ফ এক্সচেঞ্জের সিইও বলেন, ক্লাবের সেবা প্রতিটি প্রবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে উইংসগুলি। প্রবাসে দেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহ্বান করেন তিনি।
পরে দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল কাদেরী।
উল্লেখ্য, ওমান সরকার কর্তৃক অনুমোদিত বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল ক্লাবগুলোর মধ্যে বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমান প্রথম স্থান অর্জন করেছে, এবং ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কেকে/ আরআই