শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন      
প্রবাস
ওমানে সিরাজুল হকের জন্মদিন উদযাপন
ওমান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:২৯ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওমানের প্রবাসীরা পালন করেছেন বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান ও আধুনিক ক্লাবের রূপকার সিরাজুল হক সিআইপির জন্মদিন। ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে দিবসটি স্মরণীয় করে রাখেন ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সোশ্যাল ক্লাব কর্তৃক অনুমোদিত বিভিন্ন উইংসের কর্মকর্তারা।

গতকাল ক্লাবের মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে আগামী ৭ নভেম্বর ক্লাবের উদ্যোগে প্রবাসীদের ১২টি দলের অংশগ্রহণে ‘ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আসন্ন অনুষ্ঠান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী উইংয়ের সাধারণ সম্পাদক সিআইপি আবু ইউছুফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি সিআইপি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উর হাসান চৌধুরী।

এসময় ক্লাবের সহসভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম এন আমিনসহ বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চট্টগ্রাম, মহিলা, বৃহত্তর ঢাকা, উত্তরবঙ্গ, ইঞ্জিনিয়ার এবং প্রস্তাবিত বৃহত্তর সিলেট উইংসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিরাজুল হক সিআইপি বলেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নানা রুপ বৈচিত্র‍্যের সাথে নানা সংস্কৃতির ভরপুর। প্রবাসের মাটিতে আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে ক্লাবের উইংসগুলির অনুমোদন দেয়া হয়। যার মাধ্যমে বিদেশ বিভুঁইয়ে নিজেদের মাঝে সংস্কৃতির আদান প্রদান ও পারষ্পরিক ভ্রাতৃত্বের বন্ধন রচনা হয়। তিনি বৈধ চ্যানেলে দেশে রেমিট্যান্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশধারী হওয়া ও ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে আহ্বান করেন।

প্রধান আলোচক গাল্ফ এক্সচেঞ্জের সিইও বলেন, ক্লাবের সেবা প্রতিটি প্রবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে উইংসগুলি। প্রবাসে দেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহ্বান করেন তিনি।

পরে দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল কাদেরী।

উল্লেখ্য, ওমান সরকার কর্তৃক অনুমোদিত বিশ্বের বিভিন্ন দেশের সোশ্যাল ক্লাবগুলোর মধ্যে বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমান প্রথম স্থান অর্জন করেছে, এবং ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ওমান   সিআইপি   জন্মদিন উদযাপন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়ায় মন্দিরের চোরাইকৃত স্বর্ণসহ আটক ১
শ্রীপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণধোলাই
ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালরা
মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা
জামায়াত সত্য থেকে সরে যেতে পারে, বিএনপি সরবে না : মাহমুদ ফয়জী

সর্বাধিক পঠিত

আলতাফুরের কাছে জিম্মি আশিদ্রোন ইউনিয়নের চার গ্রামের মানুষ
বাঞ্ছারামপুরে বিএনপিকে রক্ষায় ধানের শীষের প্রার্থীর বিকল্প নেই : কৃষিবিদ পলাশ
রাজশাহীতে মারাত্মক বায়ু দূষণ, পি.এম ২.৫ মানের চেয়ে অনেক বেশি
১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পঞ্চম বর্ষে পদার্পণ

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close