সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হয়েছে ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’। পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব সৈনিককে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও জুলফিকার ওসমানকে অর্থ সম্পাদক করা হয়েছে।
রোবরার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে ইয়াকুব সুনিক হাউসে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিষদের উপদেষ্টা মীর কামাল, শরাফত আলী, সদস্য নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নুরুল আবছার ও ফরিদুল আলম উপস্থিতি ছিলেন।
ইয়াকুব সৈনিক বলেন, ‘আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।’
কমিটি গঠনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
মীর কামাল ও শরাফত আলী জানান, সংগঠনের মূল লক্ষ্য ও কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরা, বিভিন্ন জাতীয় ও ঐতিহ্যবাহী উৎসব পালন।
পরিষদের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—দুস্থ ও অসহায় প্রবাসীদের সাহায্যার্থে তহবিল গঠন, জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা প্রদান ও চিকিৎসা সেবায় সহযোগিতা করা। প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা। চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করা এবং নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রচার করা।
পরিষদের কর্তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই সংগঠনের মাধ্যমে প্রবাসে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারব। আমাদের প্রিয় চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রেখে প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার। এই উদ্যোগ আমিরাতের চট্টগ্রাম প্রবাসীকে একটি সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কেকে/ এমএ