রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করায় ছায়া সংগঠনের নামে চলছে ছাত্রদল ও ছাত্রশিবিরের কার্যক্রম। এরইমধ্যে বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে বেরোবি শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) এবং সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে উৎফুল্লতা প্রকাশ করেছে।
সরেজমিনে দেখা যায়, মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বেরোবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান, বর্তমান সভাপতি সুমন সরকার ও সেক্রেটারি রাকিব মিয়া। তারা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজের নারী স্বাস্থ্য, মেডিসিন, চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞসহ ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করেন।
সংগঠনের সভাপতি সুমন সরকার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক নয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা জরুরি। এ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।
চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীরা বলেন, আমরা বাইরে সেবা নিতে মেডিকেল কিংবা ডাক্তারদের দেখালে আমাদের বড় একটা টাকা খরচ হয়। সেখানে শিবির সাধারণ শিক্ষার্থী পরিষদ নামে একটি মেডিকেল ক্যাম্প চালু করেছে। সত্যি প্রশংসনীয়। আমরা এই রকম সেবা সামনে আরও চাই।
রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও শিক্ষার্থী পরিষদ নামে শিবিরের কার্যক্রমগুলোর বিষয়ে তারা বলেন, শিবির-দল বুঝি না, যে ভালো কাজ করবে আমরা সব সময় সেটি গ্রহন করব।
এদিকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ। কিছুদিন আগে তারা প্রতিটি বিভাগের শীর্ষ পাঁচ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ক্রেস্ট ও প্রণোদনা দিয়েছে। সামনে আরও বড় পরিসরে হেলথ ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কেকে/ আরআই