মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামে সরকারি খালের একটি অংশ দখল করে ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলিম সৈয়ালের ছেলে রবিনের নেতৃত্বে সম্প্রতি এলাকাটির খালের অংশে মাটি ফেলে ভরাট কার্যক্রম চালানো হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে সরেজমিনে দেখা যায়, পশ্চিম মটুকপুর ব্রিজ সংলগ্ন একটি ফসলি জমির পাশে প্রবাহিত খালের উল্লেখযোগ্য অংশ মাটি ফেলে ভরাট করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত স্বার্থে জমি সম্প্রসারণের চেষ্টা চলছে।
অভিযুক্ত রবিন সৈয়াল বলেন, “থানায় কথা বলেই এটা ভরা হইছে।”
তবে তার মা বলেন, “আমরা যাদের কাছ থেকে জমি কিনেছি, তারা যে সীমানা বুঝিয়ে দিয়েছে সে অনুযায়ীই ভরাট করেছি।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “আমরা কাউকে জমি ভরাটের অনুমতি দেয়নি। এটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের এখতিয়ার। যে থানার কথা বলছে, সে সম্পূর্ণ মিথ্যা বলেছে।’
স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ প্রসঙ্গে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ এমএ