মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ও ফসলি জমি ভরাটের অভিযোগে ড্রেজারের প্রায় ৩০০ মিটার পাইপ বিনষ্ট ও জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কে-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ভরাট চলছে। পরে ঘটনাস্থলে এসে প্রায় ৩০০ মিটার ড্রেজার পাইপ বিনষ্ট ও জব্দ করি। আশা করি যারা এই কাজে জড়িত তাদের খুব শীগ্রই আইনের আওতায় আনতে পারবো। একজনকে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/ আরআই