নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নে খালের কচুরিপানার ভিতর থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে ইউনিয়নের নোয়াগাওঁ রাস্তার মোড়ের চন্ডিনগর খাল কালবেডের সামনে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকার লোকজন খালে লাশটি দেখতে পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশকে ৯৯৯-এ কল করে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় মাহবুবসহ কয়েকজন ব্যক্তি বলেন, ‘লাশটি যে স্থানে পাওয়া গেছে, সে স্থানে মানুষ রাতের বেলায় খুব কম চলাচল করে। কারণ, জায়গাটিতে রাতের বেলায় ছিনতাইকারী ও মাদক কারবারিদের আখড়া হয়ে ওঠে। এমন কোন দিন নাই যে, নোয়াগাওঁ রাস্তার মোড় চন্ডিনগর কালবেডের সামনে এসব হয় না। এ জায়গা দিয়ে দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পান।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনির হোসেন বলেন, ‘৯৯৯-এ বিষয়টি জেনে দ্রুত স্পটে যাই। প্রাথমিকভাবে অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। অজ্ঞাত লাশটি শনাক্তের কাজ চলমান রয়েছে।’
কেকে/ এমএ