চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার তালাবদ্ধ একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরের পাকা খুঁটি আর ওপরের টিন ছাড়া সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২০ অক্টোবর) দুুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুরের ইসলামিয়াহাট এলাকার মোহাম্মদ মনছুরের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের তীব্রতা মাত্র ২০ মিনিটে সব পুড়ে ছাই করে দেয়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরও ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না জানিয়ে মোহাম্মদ মনছুর বলেন, ‘আমার সব শেষ। ঘরের কিছুই বাকি রইল না।’
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ওয়ার্ড সদস্য মো. নাঈম বলেন, ‘ধারণা করছি বিদ্যুৎ গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ঘর তালাবদ্ধ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘আগুন নেভানোর আগে ঘরটির চারটি কক্ষ এবং আসবাবপত্র, টিভি ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।’
‘অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
কেকে/ এমএ