গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকের বিচার চাই’, ‘ধর্ষকের কোনো পরিচয় নাই, তার পরিচয় সে ধর্ষক’, “নো মোর রেপ, রেইজ এগেইনস্ট রেপ” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত নারী সম্পাদক সায়েদা হাফসা বলেন, গাজীপুরে শিশু ধর্ষণ হলো, অথচ প্রথম সারির মিডিয়াতে প্রথমে সেটা আসেনি। ঘটনা ভিন্ন খাতে নিচ্ছে পুলিশ। ঘটনা যেটাই হোক, শিশু ধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচার নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। অপরাধী চিহ্নিত হওয়ার পরও তাকে বিচারের আওতায় না আনা প্রশাসনের ব্যর্থতা।
ছাত্রীসংস্থার আরেক নেত্রী ফাতেমাতুস সানিহা বলেন, গত দশ মাসে দেশে প্রায় চার হাজারেরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু এর বেশিরভাগেরই সুষ্ঠু সমাধান হয়নি। গাজীপুরের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিটি ধর্ষণের দ্রুত ও যথাযথ বিচার দাবি করছি।
উল্লেখ্য, ৫ অক্টোবর মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বলরাম দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটি প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি। পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মা–বাবাকে জানায় এবং থানায় অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রোববার (১৯ অক্টোবর) বলরাম দাসকে গ্রেফতার করে পুলিশ।
কেকে/ আরআই