মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) পরিসংখ্যান বিভাগের আয়োজনে কেক কাটা ও এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবায়ের, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকার।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ২০১০ সাল থেকে বিশ্ব ব্যাপী পরিসংখ্যান দিবস পালিত হয়েছে আসছে। পরিসংখ্যান এমন একটি বিষয়, যেটি দিয়ে আমরা শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি। যারা সঠিক তথ্য সংগ্রহ করেন, বিশ্লেষণ করেন তারা হচ্ছে পরিসংখ্যানবিদ। দেশের উন্নয়ন, পৃথিবীর যেকোন উন্নয়ন তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা সবসময় আমাদের সঠিক সঠিক তথ্য ব্যবহারে উদ্বুদ্ধ করবেন।
উল্লেখ্য, সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস।
কেকে/ আরআই