রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর আরাজিনিয়ামত গ্রামে পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী পিপিইপিপি-ইইউ প্রকল্প গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ও ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোঃ আলেমুল বাসার। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড সদস্য খোরশেদ আলম, সিএইচসিপি শিরীনা বেগম, প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান জিয়াউর রহমান, কবির হোসেন রানা, সুশীল সমাজের প্রতিনিধি সাইফুল করিম, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) হিরু কুমার রায়, রাহেনা খাতুন, রেশমা খাতুন, সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) আসাদুজ্জামান।
মেলায় স্টল পরিদর্শন, খেলাধুলা, নাচ-গান, পথনাটক প্রদর্শন, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টাইফয়েড টিকা নিবন্ধনসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কেকে/ এমএ