চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শিল্পাঞ্চল চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে আসলাম চৌধুরী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষকদের হয়তো অর্থনৈতিক দৈন্যতা থাকে, কিন্তু সমাজে তাদের যে সম্মান, মর্যাদা ও সামাজিক অবস্থান, তা ধন-সম্পদের কোনো স্কেলে মাপা যাবে না। জাতীয় অগ্রগতিতে তাদের ভূমিকাই সর্বাগ্রে।’
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আসলাম চৌধুরী আরও বলেন, ‘শিক্ষকেরা জ্ঞানের আলো ছড়িয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত গড়ে দেন। তাই, তাদের প্রতি অসম্মান কখনোই করা যাবে না। শিক্ষকদের আদেশ-উপদেশ অনুসরণ করা গেলে জীবনে সফলতা আসবেই।’
‘সীতাকুণ্ড অঞ্চলে শিল্পপতি ও ব্যবসায়ীদের অনুদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থার মানকে অনেক উঁচুতে নিয়ে যেতে চাই এবং উপজেলাকে শিক্ষার মানোন্নয়নে একটি মডেলে পরিণত করা হবে।’
বেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সুমন দাস ও সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন।
কেকে/ এমএ