সোমবার, ২০ অক্টোবর ২০২৫,
৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
শিরোনাম: অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে      ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু      সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ      জবি ছাত্রদল নেতা খুন, আটক ৩      ‘আমরণ অনশন’ থেকে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের      অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা নির্বাচনে বাধা হবে না : রিজভী      শাপলা প্রতীক না পেলে আইনি ও রাজপথে লড়াই করবে এনসিপি      
দেশজুড়ে
ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ১৭
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় ১৭ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১৯ অক্টোবর) রাতে ও সোমবার (২০ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ও বুড়িচং উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে, পিস্তল হাতে ভাইরাল ছবির কিশোর গ্যাং সদস্য আবরারকে গ্রেফতার করা গেলে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। 

কুমিল্লার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ৩টার পরে গ্রেফতার ১৭জনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঘটনার পরপরই অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও র‍্যাব। অভিযানে মূলহোতাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়ছে।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, ‘এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব। ইতোমধ্যে এ ঘটনার জেরে ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার পর কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের সঙ্গে কথাকাটি হয়। এ ঘটনার সময় সিফাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে ফাহাদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও সিফাতের সঙ্গে এসে যোগ দেয়। দুপুর ১২ টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারলো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এ সময় এক তরুণদের হাতে পিস্তল দেখা যায়। তবে, তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিল না। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাওয়া ঐ তরুণ সিফাত বলে জানা গেছে। 

এদিকে ঘটনায় আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ   সংঘর্ষ   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে রেল সেতুর স্লিপারে বাঁশের বল্টু!
ছাদে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন বাগান, অনুকরণীয় উদ্যোগ বরকত হাসানের
অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে
জবি ছাত্রদল নেতা খুনের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ
ব্রাহ্মণপাড়ায় ওয়ার্ড সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা ‍উদ্ধার

সর্বাধিক পঠিত

আলোচিত পর্ন তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা ‘আপনার এসপি’ চালু
গঙ্গাচড়ায় পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত
সীতাকুণ্ডের শিল্পাঞ্চল চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা আসলাম চৌধুরীর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close