সোমবার, ২০ অক্টোবর ২০২৫,
৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
শিরোনাম: জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার      স্বচ্ছতা-সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সংস্কারের উদ্যোগ      অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে      ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু      সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ      জবি ছাত্রদল নেতা খুন, আটক ৩      ‘আমরণ অনশন’ থেকে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের      
দেশজুড়ে
অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা নির্বাচনে বাধা হবে না : রিজভী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লাগাতার অগ্নিকাণ্ড, বাংলাদেশ ঠিকমতো চলছেনা তা আন্তর্জাতিকভাবে দেখানোর দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি মন্তব্য করেছেন, অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে এসে এবং চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহিদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে একথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পরপর ঘটে যাওয়ায় জনমনে একটি প্রশ্নের দেখা দিয়েছে। বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। মানুষের মনে এই শঙ্কাটি দেখা দিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু যখন সিরিজ অফ ইন্সিডেন্ট হতে থাকবে তখন বুঝতে হবে সেখানে কালো হাত কাজ করছে। বাংলাদেশকে অস্তিত্বশীল করা এবং হাসিনাবিহীন যে বাংলাদেশ চলতে পারে না তা আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য দেশি ও বিদেশি শক্তি সক্রিয় রয়েছে।”

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে তিনি বলেন, “আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সক্ষম।”

পিআর প্রসঙ্গে রিজভী বলেন, “দেশের মানুষ পিআর বুঝেনা, আমরাও বুঝিনা। এখন যারা পিআর পিআর করছেন তারা এক বছর আগে দুই বছর আগে পাঁচ বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভান্তি তৈরী করছেন? জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দিবে। পছন্দমতো প্রার্থীকে তো চিনতে হবে, এলাকার এমপি হবে কে। আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়; তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী, আপনাদের ভাল লাগবে? কিন্তু কিছু কিছু দল এটা নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর, এটা জনগণের সাথে এক ধরণের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরী করা, জনগনের মনকে অন্য দিকে সরিয়ে দেয়া, জনগন এটা কখনো মেনে নেবেনা।”

গণ-অভ্যুত্থানে শহিদ ইমাম হাসান তায়িম ভূঁইয়াকে নিয়ে তিনি বলেন, “তায়িমের এই আত্মত্যাগ কীসের জন্য! সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি, কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।

সম্প্রতি, কুমিল্লার চৌদ্দগ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গানটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত শহীদের কবর জিয়ারত করেন তিনি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড   বিশৃঙ্খলা   নির্বাচন   রিজভী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে সংঘর্ষের ঘটনায় ছড়ানো ছবি আফগানিস্তান ও নারায়ণগঞ্জের
গাজীপুরে জজের বাসায় দুধর্ষ চুরি
জুলাই বিপ্লব শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে : মাহমুদুর রহমান
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার
দেবিদ্বারে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই যুবক কারাগারে

সর্বাধিক পঠিত

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
গঙ্গাচড়ায় পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্যবস্থা নিতে অনীহা পরিবেশ অধিদপ্তরের
শাপলা প্রতীক না পেলে আইনি ও রাজপথে লড়াই করবে এনসিপি
বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close