সোমবার, ২০ অক্টোবর ২০২৫,
৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
শিরোনাম: স্বচ্ছতা-সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সংস্কারের উদ্যোগ      অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে      ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু      সালমান শাহ’র অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ      জবি ছাত্রদল নেতা খুন, আটক ৩      ‘আমরণ অনশন’ থেকে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের      অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা নির্বাচনে বাধা হবে না : রিজভী      
প্রিয় ক্যাম্পাস
নাছির উদ্দীন
গণঅভ্যুত্থান পরবর্তী শুধু ঢাকাতেই ৪ ছাত্রদল নেতা হত্যা হয়েছে
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “গণঅভ্যুত্থান ৫ আগস্টের পরে ৪জন ছাত্রদল নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এটা কোনো দূর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যকান্ড।”

সোমবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ পরবর্তী সংবাদ সম্মেলনে  এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সমবেদনা জানাচ্ছি। এই মাসের ৩ তারিখ আরেক জবি শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। দেশের বিচার ব্যবস্থা আইন কর্মকর্তাদের ওপর ভরসা রাখতে হবে। প্রকৃত আসামিদের বিচার হওয়া উচিত। খুব দ্রুত সময়ে প্রকৃত দোষীদের শনাক্ত করে ঘাতকদের বিচারের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা গভীর শোকাহত। শুরু থেকে আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, লালবাগ জোনের ডিসি, জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া শাখা ছাত্র শিবির, বাগছাস, ছাত্র অধিকার, আপ বাংলাদেশসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালবাগ জোনের ডিসি মল্লিক হাসান সামি বলেন, ইনসাফের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না। যারা প্রকৃত অপরাধী তাদের দ্রুত সময়ের আইনের আওতায় আনবো। তদন্তের স্বার্থে আমরা সব বলতে পারছি না। আমরা যাদেরকে সনাক্ত করেছি তাদের কাছে জানতে পারবো কারা কারা জড়িত। আমাদের ওপর ভরসা রাখুন, আশা করি আপনারা খুশি থাকবেন।

তিনি আরও বলেন, আপনারা অর্ধেক পেয়েছেন, আমরা পুরো বিষয়টি পেয়েছি। একজন নিরপরাধকে আমরা শাস্তি দিতে চাইনা। আপনারা ভাবছেন অপরাধীরা শক্তিশালী, কিন্তু তারা শক্তিশালী না। গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না, আমাদের কাছে শুনে নিশ্চিত হবেন।

এর আগে, গতকাল রোববার রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাত ১১ টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান   ছাত্রদল   হত্যা   জবি   নাছির উদ্দীন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেবিদ্বারে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই যুবক কারাগারে
জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ডিআইইউতে বিক্ষোভ
স্বচ্ছতা-সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সংস্কারের উদ্যোগ
পাটগ্রামে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে রেল সেতুর স্লিপারে বাঁশের বল্টু!

সর্বাধিক পঠিত

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা ‘আপনার এসপি’ চালু
গঙ্গাচড়ায় পুষ্টি মেলা ও আন্তঃ সামাজিক উন্নয়ন কেন্দ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত
অসুস্থ বিএনপি নেতা নুরুল হককে দেখতে হাসপাতালে তানভীর হুদা
শাপলা প্রতীক না পেলে আইনি ও রাজপথে লড়াই করবে এনসিপি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close