জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী উল্লাস, আবু সাইদ রনি, স্বাক্ষর, তৌহিদ, আলামিনসহ শতাধিক নেতাকর্মী।
মিছিলে নেতাকর্মীরা “জিয়ার সৈনিক, এক হও লড়াই করো”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই”, “উই ওয়ান্ট জাস্টিস”, “ফাঁসি চাই খুনিদের”, “ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কী করে”—সহ নানা স্লোগান দিতে থাকেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংস ভাবে হত্যা করে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়া আরও দুইজন খুনি সেখানে ছিল, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিন্তু এখনো তাদের গ্রেফতার করা হয়নি। আমরা আশাকরি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পেরিয়ে এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি। আমরা চাই অতি দ্রুতই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
কেকে/ আরআই