বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫,
৩১ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শিরোনাম: শনিবার ব্যাংক খোলা থাকবে      জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে : অ্যাটর্নি জেনারেল      ভোট পড়েছে ৭২ শতাংশ      ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা      আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প       পলিসি অপশন দেবেন বিশেষজ্ঞ পেশাজীবীরা, জনপ্রতিনিধিরা দেবেন পলিসি ডিসিশন : মঈন খান      চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট      
প্রবাস
সাংবাদিকতায় লুৎফুর রহমানের স্নাতক সম্মান লাভ
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম
প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমান। ছবি : প্রতিনিধি

প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমান। ছবি : প্রতিনিধি

প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমান সাংবাদিকতায় স্নাতক সম্মান অর্জন করেছেন। তিনি ভারতের সিংহানিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় উচ্চতর এই ডিগ্রী অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক এ শিক্ষা কাজে আসবে বলে তিনি জানান। বর্তমানে তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জনে পড়াশোনা করছেন।

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে ২০০৯-২০২৩ সাল থেকে  জীবিকার তাগিদে আরব আমিরাত প্রবাসী ছিলেন। ২০২৩ থেকে যুক্তরাজ্যের ইপসুইচে পরিবারসহ বাস করেছেন। কাজ করেন এটিএন বাংলা ইউকেতে। এরইমধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর পড়াশোনায় আছেন। তিনি দুবাই ও লন্ডন সরকার অনুমোদিত বায়ান্ন টিভির সম্পাদক ও সিইও। বাংলাদেশের একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি ছিলেন এক দশকের বেশি সময়।

লুৎফুর রহমান একজন সৃষ্টিশীল তরুণ। লেখালেখিতে ছড়া তার প্রিয় বিষয় হলেও দেশ-বিদেশের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা, ই-বুক এবং ব্লগে নিয়মিত লিখছেন মৌলিক প্রবন্ধ, নিবন্ধ ও ফিচার। তরুণ এই লেখক ইতোমধ্যে একজন হৃদ লেখক হিসেবে পাঠকের মাঝে নিজেকে প্রকাশ করেছেন সাবলীলভাবে। মানবিক বোধ,অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা,সামাজিক অন্ধকার,অসঙ্গতি ও বাঙালির মৌলিক  শিকড় সন্ধানী বিষয় তার লেখায় স্পষ্ট। নবম শ্রেণীতে অধ্যয়ন সময়ে ২০০২ সালে ‘সূর্যেগড়া বাংলাদেশ’ দিয়ে সম্পাদনায় হাতে খড়ি। একে একে সম্পাদনা করেছেন ছোটকাগজ  ঝিনুক, মিলন ও অঞ্জলী । ২০০৪ সাল থেকে নিয়মিত সম্পাদনা করছেন পাঠক প্রিয় ছোটকাগজ মুকুল ।

লুৎফুর রহমান একজন তরুণ মেধাবি সংগঠক হিসেবে পরিচিত। ২০০৬ সালে ঢাকার ছায়ানট থেকে ভারতের কলকাতা যান। সেখান থেকে ব্রতচারী দীক্ষা নিয়ে প্রশিক্ষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দিয়েছেন মাধ্যমিক শিক্ষার্থীদের। প্রগতি মননের এ তরুণ একজন খেলাঘর কর্মীও। তার অগ্রণী ভূমিকায়‘খেলাঘর স্কুল-কলেজে যায়/ মুক্তিযুদ্ধের গল্পশোনায়’ কর্মসূচী সিলেট অঞ্চলে নতুন প্রজন্মকে উজ্জ্বীবিত করেছে। নিজ অঞ্চল বিয়ানীবাজারে স্বদেশ সাহিত্য পরিষদ এ একজন দায়িত্বশীল সংগঠক হিসাবে কাজ করেছেন দক্ষতার সাথে। এছাড়া রোটার‌্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের অন্যতম প্রতিষ্ঠাতা এ রোটার‌্যাক্টর।

সিলেট জেলার সংস্কৃতিরশহর বিয়ানীবাজারের  নিদনপুর গ্রামে ১৯৮৭ সালের ১০ জুলাই লুৎফুর রহমান এর জন্ম । বাবা মাহমুদ আলী ও মা নাজমা মাহমুদ। ৩ ভাই ২ বোনের মাঝে তিনি সবার বড়। ২০১৪ সালের ডিসেম্বরে খালেদা রহমানকে জীবন সঙ্গিনী করেছেন তিনি। যমজ ছেলেমেয়ে ভাষার মাসে জন্ম নিয়েছে বলে তাদের নাম রেখেছেন বর্ণ-মালা।

দুবাই’র মরুভূমির বুকে বাংলার লাল-সবুজ রং খুঁজে বেড়ান নিরন্তর। বুকে লালিত বাঙালির মৌলিক শিকড় সংস্কৃতির তাগিদে ২০১০ থেকে প্রকাশ করছেন আমিরাত-বাংলা পত্রিকা মাসিক মুকুল । দুবাইয়ে বাঙালী পাঠকের কাছে  পত্রিকাটি  জনপ্রিয় কাগজ হিসাবে প্রতিষ্টিত ।এছাড়াও অভিবাসে একদল সাদা মনের মানুষের সহযোগিতায় নিয়মিত করছেন সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন আলোকিত কাজ। পরবাস থেকেও নিয়মিত লিখছেন দেশের প্রথমসারির দৈনিক প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠে পরবাসীদের সুখ দুখের সাতকাহন ও নানা ভ্রমণের ফিচার।

লুৎফুর রহমান সম্পাদিত জন্মভূমি বিয়ানীবাজার নিয়ে প্রামাণ্যগ্রন্থ ‘বিয়ানীবাজার কণ্ঠ’  পাঠক ও বোদ্ধামহলে একটি অন্যতম আকরগ্রন্থ হিসাবে বিবেচিত। ২০১১ সালে  প্রকাশিত তার প্রথম ছড়াগ্রন্থ ‘স্বপ্নবালিকা’  ব্যাপক পাঠকপ্রিয়তার পর একুশে বইমেলা-২০১৩ তে গণহত্যার ছড়ার বই ‘লাল-সবুজের ছড়া  বিয়ানীবাজারে গড়া’ এবং সিলেটের আঞ্চলিক ভাষায় ছড়ার বই  ‘সুরমা ফারর ছড়া’  প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৪ বইমেলায় সমকালিন ছড়ার বই ‘তেলমারো’ এবং ২০১৫ সালে ভ্রমণগ্রন্থ ‘আমিরাতের পথে-ঘাটে’ প্রকাশিত হয়েছে। ধারাকাহিকভাবে প্রকাশ করবেন সিলেট বিভাগের গণহত্যা নিয়ে ছড়ার বই 'লাল-সবুজের ছড়া-সিলেট থেকে'।

মুক্তিযুদ্ধের গণহত্যার উপর প্রথমভাবে কোন ছড়াকারের ধারাবাহিক সিরিজ ছড়ার বই প্রকাশ করার অসামান্য অবদান রাখায় কাব্যকথা ‘মুক্তিযুদ্ধের গণহত্যা ছড়া’ সম্মাননার জন্য তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া তার প্রকাশিত বই হলো খোকা যখন জাতির পিতা, বর্ণমালার ছড়া, সত্যবলা বারণ।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাদ পড়লেন নাঈম, প্রথমবার ডাক পেলেন অঙ্কন
বেরোবির উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সোনাইমুড়ী খাদ্য পরিদর্শক ইমরান হোসেনকে স্ট্যান্ড রিলিজ
শনিবার ব্যাংক খোলা থাকবে
পীরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সর্বাধিক পঠিত

আক্কেলপুরে ৩৮ শিক্ষকের কলেজে ৭৪ পরীক্ষার্থী, পাস করল ৮ জন
এইচএসসির ফল বিপর্যয়, সিলেট বোর্ডে অর্ধেকই ফেল
সাংবাদিকতায় লুৎফুর রহমানের স্নাতক সম্মান লাভ
দেবিদ্বারে শতভাগ পাশ করা কলেজে এবার পাশের হার ৫৩.৪ শতাংশ
শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close