বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে অবস্থান করছেন। কাতারের একটি প্রোগ্রামের ছবি নিজের ফেসবুক পেইজে শেয়ার করে ড. মিজানুর রহমান আজহারী লিখেন, ‘কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ’।
সেখানকার বিভিন্ন মসজিদ এবং মুসলিম কমিউনিটিতে কর্মসূচি পালন করছেন তিনি। এরমধ্যে লেবার সিটি মসজিদ, এশিয়ান টাউন, মুসাইমির উল্লেখযোগ্য।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা ড. মিজানুর রহমান আজহারীকে অভ্যর্থনা জানান। কাতারে এক সপ্তাহ অবস্থানকালে তিনি কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন।
ছবি : খোলা কাগজ
সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর (বুধবার) দোহা ইসলামি কালচারাল সেন্টার, বিন যাইদ মিলনায়তন উলামা সমাবেশ; ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আল খোর উসমান বিন আফফান মসজিদ এবং ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) লেবার সিটি এশিয়ান টাউন মসজিদ ও ২৭ সেপ্টেম্বর (শনিবার) আল ওয়াকরা হামযা বিন আব্দুল মুত্তালিব মসজিদে ওয়াজ মাহফিলে যোগ দেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তখন তিনি বলেন, ‘কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ।’
২৯ সেপ্টেম্বর (সোমবার) শারে আসমাখ বুখারী মসজিদে তার কর্মসূচি রয়েছে। সব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে এশার নামাজের পর। এছাড়া কাতারে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও মাহফিলেও যোগ দেবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
উল্লেখ্য, তিনি গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান।