ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম বছরে পদার্পণ করেছে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী যুবদল। “যুব ঐক্য ও প্রগতি” - এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে বিএনপির অগ্রণী বাহিনী হিসেবে কাজ করে আসছে এই সংগঠন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমান কেন্দ্রীয় যুবদল আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আলমগীর হোসাইন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন।
বিশেষ অতিথি ছিলেন ওমান যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাছুম। উপস্থিত ছিলেন সহসভাপতি নাজিম উদ্দীন পাটোয়ারী, সালাউদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, জামাল, সাংগঠনিক সম্পাদক (জোনাল) ইব্রাহীম রাশেদ, দপ্তর সম্পাদক মোস্তফা জামান পারভেজ, অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক বেলাল উদ্দীন তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক আরিফ ওবায়েদ, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম শাহেদ, যুব বিষয়ক সম্পাদক আবু জাহেদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মহিম উদ্দীন শামু, সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রাসেল।
সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াসিন আরমান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে ঐক্যবদ্ধ কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
শেষে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ওমান প্রবাসে মৃত্যুবরণকারী আটজন বাংলাদেশির আত্মার মাগফিরাতের দোয়া করা হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
কেকে/ এমএ