মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর সমর্থনে মতবিনিময় সভা করেছে স্থানীয় আসনের নেতাকর্মীরা
শনিবার (২৫ অক্টোবর) কাতারের দোহাতে এ সভার আয়োজন করা হয়।
কাতার বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজুল ইসলাম সেবুল।
সাজুকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, রিয়াজ উদ্দিন, নাহিদুল ইসলাম রতনসহ বড়লেখা-জুড়ীর কাতার প্রবাসীরা।
সভায় বক্তারা বলেন, ‘শরিফুল হক সাজু সব সময় নির্যাতিত-নিপিড়িত মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন ও দলীয় কর্মসূচিসহ ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’
তাই, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাইকমান্ডের কাছে শরিফুল হক সাজুকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানান নেতাকর্মীরা।
কেকে/ এমএ