জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল। কিন্তু কোন যড়যন্ত্রেই কাজ হবেনা। যথা সময়েই নির্বাচন দিতে হবে। ফ্যাস্টিটের দোসররা ওত পেতে আছে কিভাবে নির্বাচন পেঁছানো যায়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ডোমার নাট্য সমিতি মঞ্চে উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংবিধান থেকে ৭১ কে বাদ দেওয়ার যড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট ভাষায় কমিশনকে বলেছি ৭১ কে যাদ দিয়ে কোন কিছু করা যাবেনা। ৭১ যেমন আমাদের স্বাধীনতা এনেছে তেমনি ২৪ এর ৫ আগষ্ট ফ্যাষ্টিটটের পতন ঘটানো হয়েছে।
মাওলানা আফেন্দী বলেন, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাস্টিটদের কবর রচিত হবে। তাই ফ্যাস্টিটরা যাতে কোন ভাবেই আর ফিরতে না পারে সেজন্য সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা জমিয়তের আহবায়ক মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মঞ্জু।
কাউন্সিল অধিবেশনে সাজ্জাদ কিবরিয়া পাপ্পু সভাপতি ও মাওলানা জাহিদ হাসানকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ। কমিটিতে মাওলানা ফজলুর রহমান, আলহাজ্ব মো. গিয়াস উদ্দীন, ক্বারী মো. একরামুল হককে উপদেষ্টা করা হয়।
এর আগে, মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ডোমার হাইস্কুল মাঠ থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে ডোমার নাট্য সমিতি মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। বক্তারা আগামী সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
কেকে/ আরআই