নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে চোখ হারানো ও গুলিতে আহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিন মারা গেছেন।
রোববার রাতে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সম্মুখ সারিতে লড়াই করেছিলেন সালাউদ্দিন। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে নিজের চোখ হারান তিনি। পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের সময় শরীরের আরও কয়েক স্থানে গুলির স্প্রিন্টার লেগে ছিলেন। একটি গুলির স্প্রিন্টার তার গলার মধ্যে দীর্ঘদিন ধরে আটকে ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, গলায় আটকে থাকা এই অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সেই স্প্রিন্টার থেকে সৃষ্ট শ্বাসকষ্টে তিনি মারা গেছেন।
এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সিদ্ধিরগঞ্জে তাকে একটি মুদি দোকান দেওয়া হয়। সালাউদ্দিনের মৃত্যুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
কেকে/ আরআই