ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২০১৬ সালে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা এখন জনস্বার্থের বদলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছর কয়েক আগে তৈরি এসব ড্রেন কার্যকারিতা হারিয়ে এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। তবে সংস্কারের আশ্বাস দিয়েছে সওজ কর্তৃপক্ষ।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার প্রায় ত্রিশ কিলোমিটার অংশজুড়ে পথচারী ও সড়কের সুবিধা নিশ্চিত করতে এই ড্রেনেজ প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেই উদ্দেশ্য এখন পুরোপুরি ব্যাহত। ২০১৬ সালে নির্মিত হলেও বিভিন্ন স্থানে ড্রেনের আউটলাইনের মুখ এখনও বন্ধ রয়েছে।
এছাড়া ড্রেনের স্ল্যাব ভাঙা থাকায় তা পথচারীদের জন্য দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। শুধু দুর্ঘটনার ঝুঁকি নয়, পানি নিষ্কাশন বন্ধ থাকায় এখন ড্রেন থেকে পঁচা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে রাস্তায় গড়িয়ে পড়ছে। এতে সামান্য বৃষ্টি হলেই এলাকাজুড়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এদিকে, মহাসড়কের পাশে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় পথচারী আকরাম হোসেন ও সরাফত সিদ্দিক জানান, দৈনিক হাজার হাজার পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ওই দুর্গন্ধযুক্ত ও নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করেন এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগ বলেন, জনদুর্ভোগ ও ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে ভাঙা অংশ মেরামত করবে বলে আশা করছি।
ময়মনসিংহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন জানান, আগামী বাজেটে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ওই স্থান গুলোর ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ করা হবে।
কেকে/ আরআই