বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, তাওহিদী জনতা ও ওলামায়ে কেরামের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রতিবাদ, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র মোকাবেলা এবং মুসলিম বিরোধী সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীর চাটখিলে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ ফিলিং স্টেশন এর সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন—চাটখিল উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, ইসলামী আন্দোলনে চাটখিল উপজেলা সভাপতি খোরশেদ আলম তলহা, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদী, জামেয়া উসমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী আছেম, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাদেক, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ, তাহা ইয়াসিন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও তাওহিদী জনতা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম সমাজ ও মুসলিম তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদেশি ষড়যন্ত্র ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কেকে/ আরআই