গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের মধ্যে কৃষি গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে লেটার অব এগ্রিমেন্ট সই হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তির মূল উদ্দেশ্য হল নবীন কৃষি গবেষণা উৎসাহিত করা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্য ব্যবহারে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে যৌথ উদ্যোগ গ্রহণ।
অনুষ্ঠানে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম আফরাদ, সুপ্রিম সিড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুম।
উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. মকফর উদ্দিন আকন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরিন আখতার আইভি।
অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম সিড কোম্পানির ইতিহাস, অর্জন ও কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। অতিথিরা যৌথ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ মাসুম বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক গবেষণা ও বাস্তব উদ্ভাবনের মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষিকে আরও টেকসই ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করতে চাই।”
জিকেএম মুস্তাফিজুর রহমান বলেন, “আজকের কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর নির্ভরশীল। শিল্প ও শিক্ষাক্ষেত্রের এমন যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা দেবে এবং তাদের ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। আমি বিশ্বাস করি, এই চুক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
উল্লেখ্য, সুপ্রিম সিড কোম্পানি উচ্চমানের ফসল ও সবজির বীজ উৎপাদন ও বিপণনে বিশেষভাবে পরিচিত।
কেকে/এমএ