সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জনসাধারণের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার বটতলী মোটর স্টেশনসহ পার্শ্ববর্তী এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।
এ সময় উপজেলার ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের শ্রমিক-মালিক, বিভিন্ন শ্রণি-পেশার মানুষ ও ছাত্র-জনতাসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও লিপলেট বিতরণকালে স্থানীয়রা বলেন, ‘৬ লেনের এ ডাক আমার আপনার সকলের। আপনাদের এ উদ্যোগকে আমরা সাদুবাদ জানাই। আমাদের সবার প্রাণের আকুতি একটাই, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন চাই। সড়কে আপনজন হারাইনি—এমন পরিবার খুব কমই আছে। তাই, এ আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করছি এবং যেকোন মূহুর্তে ডাক আসলেই আমরা সড়ক অবরোধ করতে রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি।’
কেকে/এমএ