১৬ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনেই খেলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আলিক আথানাজে এবং ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। নবম ওভারে ২৭ বলে ৩৪ রান করা আলিককে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন টাইগার তারকা লেগস্পিনার রিশাদ হোসেন।
এরপর ব্রেন্ডন কিংয়ের সাথে যোগ দেন অধিনায়ক শাই হোপ। ১৩তম ওভারে এসে কিং থামেন দলের ৮২ রানের মাথাতে। ৩৬ বলে ৩৩ রানের ধীরগতির ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসার পরের বলেই হার্ডহিটার শেরফান রাদারফোর্ডকে ফিরিয়েছেন গোল্ডেন ডাকের মাধ্যমে।
এরপররভম্যান পাওয়েল ও হোপ দলের হাল ধরেন। দুজনের ব্যাটে চড়ে দলের রানও পেরিয়েছে ১৬০। ২৮ বলে ৪৪ রান করে টিকে ছিলেন পাওয়েল। হোপ অপরাজিত ছিলেন ২৮ বলে ৪৬ রান করে। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ১ উইকেট নেন রিশাদ হোসেন।
কেকে/ আরআই