যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর বন্দর কার্যক্রম বন্ধের খবরকে “অসত্য ও ভিত্তিহীন” বলে জানিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, ‘বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস।’
তবে বিষয়টি অস্বীকার করে বেনাপোল কাস্টমস কমিশনারের পক্ষে সহকারী কমিশনার মুক্তা চৌধুরী সোমবার (২৭ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের প্রবেশ বা বহির্গমনে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
তিনি বলেন, “বেনাপোল স্থলবন্দরে পূর্বের নিয়মেই পণ্যের আমদানি ও রপ্তানি কার্যক্রম চলছে। কোনো বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের নিয়মিত সেবা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।”
বেনাপোলের ভারতীয় অংশ পেট্রাপোল বন্দরের অংশীজনদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি অক্টোবরে ধর্মীয় উৎসব দুর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা ও দীপাবলীর কারণে ভারতীয় আমদানিকারক ও রপ্তানিকারকরা ব্যস্ত থাকায় পণ্য পরিবহন ধীরগতিতে চলছিল। উৎসব শেষে বর্তমানে আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটা বৃদ্ধি পেয়েছে।
বেনাপোল বন্দরের কার্গো এলাকায় দেখা যায়, কাস্টমস কর্মকর্তারা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
তবে, কাস্টমস সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা এবং পারস্পরিক নিষেধাজ্ঞার কারণে চলতি অর্থবছরে আমদানি-রপ্তানির পরিমাণ কিছুটা কমেছে।
কেকে/ এমএ