অগ্রণী ব্যাংক পিএলসির ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সিলেটে শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টাবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে তাৎক্ষণিক খেলাপি ও শ্রেণীকৃত ঋণ হতে নগদ মাত্র এক কোটি ২৪ লক্ষ টাকা আদায় হওয়ায় এ বিষয়ে সার্কেলের ঋণ আদায়ে সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেন আনোয়ারুল ইসলাম।
এছাড়াও তিনি এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন।
সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন শাখার গ্রাহকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ