শনিবার, ২৫ অক্টোবর ২০২৫,
৯ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে : তারেক রহমান      রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল নেতা খুন      জরিপে জানা গেল ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয়      স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর      সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে : তথ্য উপদেষ্টা      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে : রিজওয়ানা হাসান      জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন      
দেশজুড়ে
খ্রিস্টানদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে জোরপূর্বক খ্রিস্টানকরণের মাধ্যমে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবানের প্রেস ক্লাবের প্রাঙ্গণে সর্বস্তরের খ্রিস্টান সম্প্রদায় বান্দরবান পার্বত্য জেলা ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চের পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও যুব সমাজ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে—এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিস্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করছে।’

বক্তারা আরও বলেন, ‘যার যার ধর্ম তার কাছে অনেক বড়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়—আর অন্য ধর্ম নিয়ে অপপ্রচার করা সঠিক কাজ নয়।’

বক্তারা খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সব অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকরী  পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার বম, রেজা জামান সাইলুক, দিনেদ্র ত্রিপুরা, জন ত্রিপুরা, লেলং খুমী প্রমুখ।

মানববন্ধন শেষে আয়োজকেরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আয়োজকদের জানান।

বলে রাখা ভাল, গত মঙ্গলবার (২১ অক্টোবর) বান্দরবানের একটি আবাসিক হোটেলে অবস্থান করে তিনজন কোরিয়ান, একজন আমেরিকান নাগরিকসহ কয়েকজন বিদেশি পর্যটক স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের জনগণকে নিয়ে একটি সভা করে। আর প্রশাসনের অনুমতি ছাড়া এই ধরণের সভা করায় তাৎক্ষণিক এই ঘটনার প্রতিবাদ করে হোটেল ঘেরাও  এবং পরে বিক্ষোভ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। এ সময় তারা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ধর্মান্তরে অভিযোগ তুলেন। এই ঘটনার পরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিদেশী নাগরিকদের বিভিন্ন তথ্য যাচাই-বাচাই শেষে তাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং বান্দরবান ত্যাগের নির্দেশনা দেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খ্রিস্টানদের বিরুদ্ধে অপপ্রচার   বান্দরবান   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপিকে ‘চাঁদাবাজ’ তকমা কেন দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে?
শেষ হলো হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
মানবপাচার রোধে নিতে হবে কার্যকর পদক্ষেপ
মোংলা থানায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন
লোহাগাড়ায় মন্দিরের চোরাইকৃত স্বর্ণসহ আটক ১

সর্বাধিক পঠিত

আলতাফুরের কাছে জিম্মি আশিদ্রোন ইউনিয়নের চার গ্রামের মানুষ
বাঞ্ছারামপুরে বিএনপিকে রক্ষায় ধানের শীষের প্রার্থীর বিকল্প নেই : কৃষিবিদ পলাশ
রাজশাহীতে মারাত্মক বায়ু দূষণ, পি.এম ২.৫ মানের চেয়ে অনেক বেশি
১৭ বছর আন্দোলন করে তারেক রহমান ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন
বাগাতিপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ সাংবাদিক নেতা কামরুল ইসলামের

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close