নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
দীর্ঘদিন ধরে মুজাহিদ মল্লিক সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বারদী থেকে মোগরাপাড়া সড়ক পর্যন্ত অটো, সিএনজি ও ট্রাকচালকদের মধ্যে টিশার্ট, ক্যাপ, পানি ও লিফলেট বিতরণ করেন। এছাড়া গরমে পথচারীদের জন্য ঠান্ডা পানি সরবরাহ ও ছায়াযুক্ত বিশ্রামস্থল তৈরির উদ্যোগও নেন তিনি।
এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করছেন মুজাহিদ মল্লিক। দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ ও রক্তদান কর্মসূচিতেও তার নিয়মিত অংশগ্রহণ রয়েছে।
শুধু তাই নয়, তিনি ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও সব সময় আন্তরিক। নিয়মিতভাবে এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেন, পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দান ও সহযোগিতা করে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয়দের মতে, আল মুজাহিদ মল্লিক একজন নিরহংকার ও নিবেদিতপ্রাণ রাজনীতিক, যিনি দলীয় সীমারেখার বাইরে গিয়েও সমাজের কল্যাণে কাজ করছেন।
নিজের রাজনৈতিক দর্শন ও অঙ্গীকার প্রসঙ্গে আল মুজাহিদ মল্লিক বলেন, “আমি ছোটবেলা থেকেই মানুষের কষ্ট দেখে শিখেছি—সেবা করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার এক মহৎ সুযোগ। আমি বিশ্বাস করি, রাজনীতির আসল শক্তি জনগণের ভালোবাসা ও তাদের আস্থা। ‘
‘আমি সব সময় চাই, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ যেনো সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে। মাদক, বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্যই আমি কাজ করছি। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন শুধু রাজনৈতিক ইশতেহার নয় এটি জাতির পুনর্গঠনের রূপরেখা। যদি দলের মনোনয়ন পাই, তবে এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনই হবে আমার প্রধান লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন শক্তিশালী করা, জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন ও আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার কারণে আল মুজাহিদ মল্লিক এখন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম।
কেকে/এমএ