সিরাজগঞ্জের তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাড়াশ পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন।
বিএনপি নেতা ও পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার আব্দুল বারিক বলেন, তাড়াশ পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই—৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণকে জানাতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য কী করতে চান। পাশাপাশি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে তার জন্য ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা তাতি দলের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির তাতি বিষয়ক সম্পাদক আজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আবুল কালাম, শাকিনুর রহমান শাকিন ফকির, তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, তাড়াশ পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম মস্তোফা, যুগ্ম আহবায়ক আকবার আলী, তাড়াশ পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেকে/ আরআই