সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকাপ ভ্যানের সংঘর্ষে নায়েব আলী (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি ছয় নম্বর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নায়েব আলী তাড়াশ উপজেলার দেবিপুর গ্রামের মৃত রব্বান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা হাঁস ও মুরগি বহনকারী সিরাজগঞ্জগামী পিকাপকে ধাক্কা দিলে পিকাপটি রাস্তার দক্ষিণ পাশে পড়ে যায়। এ সময় পিকাপ ভ্যানের নিচে চাপা পড়ে নায়েব আলী নিহত হন। তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত ব্যক্তিকে গাড়ির নিচে থেকে উদ্ধার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাস ও পিকাপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ