নীলফামারীতে পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের উদয়ন বিদ্যাপিঠ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান কোকোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ (সদর) আসনের এমপি প্রার্থী এ.এইচ.এম সাইফুলালাহ রুবেল, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম শুভ, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, জেলা যুবদলের সহসভাপতি রবিউল ইসলাম সরকার প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কেকে/ আরআই