নানা জল্পনা-কল্পনা শেষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া আনুষ্ঠানিকভাবে পুনরায় কর্মস্থলে যোগদান করেন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, গত ২২ এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ।
অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হয়েছে। মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। অবশেষে সত্যের জয় হয়েছে, আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আজ আমি গর্বিত। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা একটি পরিবার। অতীত ভুলে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, সিনিয়র শিক্ষক আজিজুল হক রাজুসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কেকে/ আরআই