বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের চামড়া রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকা হাইড এন্ড স্কীনস লিমিটেডের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে কারখার সামনে অবস্থান নিয়ে ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা, মেডিকেল ছুটিসহ ১০ দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে শ্রমিকারা।
এ সময় শ্রমিকরা বলেন, ‘বাধ্য হয়ে আমাদের ন্যায্য ১০ দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছি, দাবি আদায়ের আগ পর্যন্ত কারখানা উৎপাদন বন্ধ থাকবে।’
শ্রমিকদের দাবিগুলো হল হাজারীবাগ থেকে ছুটির খাতা হেমায়েতপুরে আনতে হবে, ইনক্রমেন্ট বকেয়া ভাতা, শরিফুল ইসলামের মেডিক্যাল ছুটির টাকা, ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, রেদোয়ানের পূর্ণাঙ্গ হিসাব, রফিকুল ইসলামের চেকের টাকা, সার্ভিস বুকের ফটোকপি, কারখানার পরিচয়পত্র, মালেকের সাত দিনের হাজিরা, চুক্তি অনুযায়ী দৈনিক প্রতি শ্রমিকের ১৬ টাকা নাস্তার বিল।
শ্রমিকরা বলেন, ‘দ্রুত এসব দাবি বাস্তবায় করতে হবে। না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ থাকবে।’
কেকে/ এমএ