মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গজারিয়া উপজেলা কার্যালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন, যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহা. মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা।
কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন পরামর্শ প্রতিষ্ঠান বেটস’-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. কামরুজ্জামান খান।
কর্মশালায় এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, ‘এলজিইডি একটি সমন্বিত রোড নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে; যা বাস্তবায়ন করা গেলে দেশের প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে। সে উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। আজকের কর্মশালায় বিভিন্ন ব্যক্তিবর্গের মতামত নিয়েছি। তাদের মতামত ও মাঠ পর্যায় থেকে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে কোর রোড নেটওয়ার্ক চূড়ান্ত করা হবে।’
বিষয়টি সম্পর্কে মুখ্য আলোচক প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, ‘গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কোর রোড নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে। গত দুই মাস আমাদের কনসালটেন্ট ফার্মের লোকজন এই উপজেলায় কাজ করেছে। মাঠ পর্যায়ে আমরা যে ডাটা পেয়েছি, সেটা স্থানীয়দের সাথে সমন্বয় করার জন্য আজকের এই কর্মশালার আয়োজন। কোর রোড নেটওয়ার্কের আওতায় এলজিইডির যেসব সড়ক আসবে, সেসব সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত ও মান উন্নয়ন কাজের আওতায় আসবে।’
কেকে/এমএ