যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে নির্বাচনকেন্দ্রিক, ভোটকেন্দ্রিক সহিংসতা বন্ধ হবে। এ সময় জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা, তা গণভোটের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান তিনি।
এদিন সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। এ সময় তারা বলেন, যারাই ফ্যাসিবাদী আচরণ করবে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের হত্যা করতেই লগি-বৈঠা কর্মসূচি দেয়া হয়। অত্যাচার, নির্যাতন করে, ভয়-ভীতি দেখিয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, ২০০৬ সালে একদল জামায়াতের ওপর অত্যাচার করে আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একদল এই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইসলামপন্থিদের পাহাড়ধস বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তারা।
কেকে/ আরআই