সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: ঐকমত্য কমিশনের শেষ বৈঠক, মঙ্গলবার সুপারিশ পেশ      মঙ্গলবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা      সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ      সালমান শাহ ইস্যুতে এবার মুখ খুললেন শাবনূর      আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, কাজ কমিয়ে দেওয়া হবে      জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত : রিজওয়ানা      রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার      
জাতীয়
জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত : রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার ইতোমধ্যে হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে অন্তর্ভুক্ত করে পানি আইনের আওতায় সুরক্ষা আদেশ প্রণয়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাওরবাসীর জন্য একটি নৌ হাসপাতাল মডেল বিবেচনা করছে সরকার। তা এমন একটি মডেল হবে, যা বন্যা ও শুষ্ক উভয় মৌসুমেই চালু রাখা সম্ভব হবে।’ এ উদ্যোগটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিবেচনা করতে পারে বলেও জানান উপদেষ্টা।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পানি ভবনে ‘ইউকে-বাংলাদেশ কোলাবোরেশন অন ইকোলজি-বেসড অ্যাডাপটেশন অ্যান্ড হাইড্রো-মেট সার্ভিসেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় হাওর মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে হাওর ও জলাভূমি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরকে অন্তর্ভুক্ত করে পানি আইনের আওতায় সুরক্ষা আদেশ প্রণয়ন করা হয়েছে। গেজেট প্রকাশের পর এসব এলাকা জলবায়ু ও কৃষিবান্ধব ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) হিসেবে ব্যবস্থাপিত হবে।’ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। 

বন্যা মোকাবেলায় পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান জানান, একটি প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে এ ব্যবস্থা আরো উন্নত হবে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও রিজিওনাল ইন্টিগ্রিটেড মাল্টি-হেজার্ড আর্লি ওর্য়ানিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগামী ছয় মাসে এই সহযোগিতা আমাদের বিশ্লেষণী সক্ষমতা বাড়াবে, যাতে বৃষ্টিপাত ও জলবিদ্যুৎ তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়।’

অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ‘নবপল্লব’ প্রকল্পের সুন্দরবন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অর্জিত সাফল্য তুলে ধরা হয় এবং এর সম্প্রসারণ হিসেবে হাকালুকি হাওরে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর (প্রোগ্রাম)এমেবেট মেনা, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতসহ সরকার, উন্নয়ন সহযোগী, একাডেমিয়া ও নাগরিক সমাজের ১৫০ জনেরও বেশি প্রতিনিধি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  হাওর মাস্টারপ্ল্যান   রিজওয়ানা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে দুদক ও স্বাস্থ্য বিভাগ
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব : ডন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে লোহাগাড়ায় গণসংযোগ
বাঘায় চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ‍দুইজনের
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক, মঙ্গলবার সুপারিশ পেশ

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে স্কুল কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক ছিদ্দিকুর
যথা সময়ে নির্বাচন দিতে হবে : মঞ্জুরুল ইসলাম
রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
নালিতাবাড়ীতে মাদকসেবী যুবকের কারাদণ্ড
সাভারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close