সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?      ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার      ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪, হাসপাতালে ১১৪৩      বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’      নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান      নিহতের পরিবার পাবে ক্ষতিপূরণ, চাকরি দেওয়া হবে পরিবারের সদস্যকে      নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে      
জাতীয়
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৩১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর ৭ম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রোজেক্ট ডিরেক্টর ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা। সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রোজেক্ট ডিরেক্টর ড. মো. জিললুর রহমান। এরপর জাইকা, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা বলেন, “রোড সেফটি প্রজেক্টের মাধ্যমে সরকার ও ডিএমপি উভয়ই উপকৃত হচ্ছে। প্রকল্পের দুর্ঘটনাজনিত বিশ্লেষণ সফটওয়্যার (ডিএআরসি) রোড সেফটি ম্যানেজমেন্টে সহায়তা করবে এবং দুর্ঘটনা হ্রাসে ভূমিকা রাখবে। এছাড়া প্রকল্পের অংশ হিসেবে শিশুদের ট্র্যাফিক শিক্ষা কার্যক্রম, ট্র্যাফিক ড্রাইভিং স্কুল, রাজারবাগে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার প্রতিষ্ঠা এবং আগস্ট মাস থেকে ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবস্থাপনা চালু করা হয়েছে।

স্বাগত বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মো. জিললুর রহমান বলেন, “ট্রাফিক জ্যামের সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। এ জন্য জনগণ ও ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে।” জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

সভায় উপস্থাপিত ডিআরএসপির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—প্র্যক্টিক্যাল পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (PPEP) এর অধীনে চারটি প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) কোর্সের আওতায় ডিএমপির ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান, আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় মোট ৪১টি স্কুলে পিপিইপি বাস্তবায়ন , ডিআরএসপির আওতায় ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। 

তাছাড়াও ডিআরএসপির আওতায় ট্রাফিক দুর্ঘটনা প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্ঘটনার প্রতিবেদন সংগ্রহ এবং বিশ্লেষণ করার জন্য “ডাটাবেস অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ (DARC)” অ্যাপ চালু করে এবং তথ্য সংগ্রহের জন্য “রেসপন্ডিং অফিসার অবজারভেশন ফর্ম (ROOF)” চালু করা হয়েছে। পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় জনগণের সম্পৃক্ততাকে উৎসাহিত করার লক্ষ্যে মিরপুর এলাকায় নিরাপদ পথচারি পারাপারের পাইলট প্রকল্প সম্পন্ন করা হয়েছে। আরেকটি পাইলট প্রোজেক্ট “ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি)”। 

এর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণ কর্মসূচী ও সিমুলেশনের মাধ্যমে  শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ডিআরএসপির আওতায় ইতোমধ্যে জাপানে এবং ভারতের হায়দ্রাবাদে একাধিক প্রশিক্ষণ সেশনে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাছাড়া ইতোমধ্যে ঢাকার সড়ক নিরাপত্তার প্রচারের জন্য সাংবাদিকদের জন্য একটি মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম করা হয়েছে ।

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাইকার কর্মকর্তাগণ, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, ডিটিসিএ, ডিএসসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ডিআরএসপির বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক “ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)” ঢাকা মহানগর এলাকায় ২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আউটপুটসমূহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। ইতোমধ্যে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর ছয়টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  রোড ট্রাফিক সেফটি প্রকল্প   জাইকা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
চকরিয়ায় চিংড়ি ঘের-বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শনে মৎস্য সচিব
যশোরে সদর জেনারেল হাসপাতালসহ ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানে দুর্নীতি
কুমিল্লায় শত্রুতার জেরে ২০ শতক জমির লাউ গাছ কেটেছে দুর্বৃত্তরা
ফটিকছড়িতে টিলা ধসে শ্রমিকের মৃত্যু

সর্বাধিক পঠিত

হকার পিটিয়ে বিদেশি ক্যাম্পাস বানানোর প্রলোভন কেন?
চকরিয়ায় চিংড়ি ঘের-বেড়িবাঁধ ও উন্নয়ন কাজ পরিদর্শনে মৎস্য সচিব
দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে হবে
মস‌জি‌দে আমির হামজা‌কে রাজ‌নৈ‌তিক বক্তব্য দি‌তে নি‌ষেধ করায় বিএন‌পি নেতা লাঞ্ছিত
ফটিকছড়িতে টিলা ধসে শ্রমিকের মৃত্যু

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close