চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় টিলা ধসে মো. আরিফ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বালুখালী চামাঘোনা এলাকার সিরাজের টিলায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো. ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশীদ ওরফে ‘পোল্ট্রি মামুন’-এর নেতৃত্বে কয়েকদিন ধরে চামাঘোনা মসজিদের পশ্চিম পাশে সিরাজের দখলীয় সরকারি খাস টিলা থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। রোববার সন্ধ্যায় ডাম্প ট্রাক দিয়ে মাটি কাটার সময় টিলার ওপরের একটি গাছসহ বড় অংশ ভেঙে আরিফের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর মামুনের সহযোগীরা মরদেহ আরিফের বাড়িতে নিয়ে যায় এবং স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ মেম্বারের নেতৃত্বে তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নেয়।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গেলে ইউপি সদস্য পারভেজ মেম্বার মরদেহ থানায় নিতে বাধা দেন এবং ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য পারভেজ মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ রাখায় মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি মামুনুর রশীদকেও।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলমের বক্তব্য পাওয়া না গেলেও হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি থানায় আনা সম্ভব হয়নি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে।”
কেকে/ আরআই